চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেট বোলার হিসেবে এশিয়া কাপে রিশাদ

ভিসা জটিলতায় মঙ্গলবার দলের সঙ্গে এশিয়া কাপ মিশনে যেতে পারেননি তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়। তারা দুবাই যাচ্ছেন বুধবার বিকেল ৫টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে বিকেলেই রওনা হচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এ তরুণ অবশ্য স্কোয়াডের অংশ নন। এশিয়া কাপে তার ভূমিকা নেট বোলার।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নেটে লেগ স্পিন খেলানোর প্রয়োজন অনুভব করায় আমরা রিশাদকে দুবাই পাঠাচ্ছি।’

রিশাদ মিরপুরে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচেই অংশ নেন। তার আগে খুলনায় হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডে ছিলেন।

গতকাল রাতে দুবাই পৌঁছেন সাকিব-মুশফিকরা। আজ দলের কয়েকজন ক্রিকেটার হোটেলে জিম করেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে আইসিসি একাডেমি মাঠে অনুশীলনে করবে টিম টাইগার্স।

২৭ আগস্ট শুরু এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। প্রতিপক্ষ আফগানিস্তান।