
রংপুর পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ায় ফেসবুক পোস্টে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগে পরিতোষ সরকার নামের এক যুবককে বিভিন্ন মেয়াদে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলী রুহুল আমিন তালুকদার জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার জেরে মাঝিপাড়ায় ৩৯টি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঐ ঘটনায় পীরগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিতোষ সরকারকে আসামি করে একটি মামলা করেন পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন।