চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শমসেরা’র ৩ মিনিট, ধামাকার অপেক্ষায় রণবীর

পূর্ব ঘোষিত সময়েই মুক্তি পেল রণবীর কাপুর, বাণী কাপুর ও সঞ্জয় দত্তকে নিয়ে তৈরি অ্যাকশনে ঠাসা আসন্ন সিনেমা ‘শমসেরা’র ট্রেলার। মাত্র তিন মিনিটে রীতিমত ধামাকা দেখিয়েছেন রণবীর! ‘শমসেরা’র মধ্য দিয়ে যে রূপে রূপালি পর্দায় আসতে চলেছেন রণবীর, তা আগে দেখেনি দর্শক!

দুর্ধর্ষ ডাকাতের লুকে উপস্থিত রণবীর কাপুর। রিল ও রিয়েল ‘সাঞ্জু’ এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন। খল চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বাণী কাপুর।

Bkash July

১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের ওপর এই ছবির গল্প। ছবিতে রণবীরের বিদ্রোহী মিশন যাত্রায় বাণী একজন সহযাত্রীর ভূমিকায় অভিনয় করছেন।

‘শমসেরা’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক করণ মালহোত্রা। আগামি মাসের ২২ তারিখে সিনেমাটি মুক্তি পাবে।

Labaid
BSH
Bellow Post-Green View