
মহাসড়কে তীব্র যানজট থাকায় গাড়ি থেকে নেমে রেল লাইন পার হওয়ার সময় টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গর ও জোকারচর এলাকায় ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে ধলাটেঙ্গর ও বিকেলে জোকারচর এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।
ধলাটেঙ্গর নিহত হওয়া ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি এবং কোন ট্রেনে কাটা পড়েছে তাও জানা যায়নি।
জোকারচর এলাকায় নিহত হওয়া ওই ব্যক্তি বগুড়ার
ধনুট উপজেলার বাঁশপাতা এলাকার নজরুল ইসলামের ছেলে রুবেল (২৬) ।

নিহত রুবেলের ছোট ভাই নবির উদ্দিন জানান, তারা পরিবারসহ ঢাকার শ্রীপুর থেকে ঈদের ছুটি কাটাতে বাসযোগে বাড়ি যাচ্ছিলেন । কিন্তু রাস্তায় তীব্র যানজট থাকায় তার বড় ভাই পানি আনতে রেল লাইন পার হয়। পরে পানি নিয়ে ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ।
এবিষয়ে বঙ্গবন্ধ সেতু পূর্ব রেল স্টেশন মাষ্টার আব্দুল মান্নান জানান, ট্রেনের সিডিউল বিপর্যয় হওয়ায় বলা যাচ্ছেনা কোন ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছে। তবে ধারনা করা হচ্ছে জোকারচর এলাকায় নিহত হওয়া ওই ব্যক্তি ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তারা দুজনই গাড়ির যাত্রী। যানজট থাকায় গাড়ি থেকে নেমে রেল লাইনে আসার পর ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এবিষয়ে রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।