শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড-আউট করে সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে ভিন্ন পথে হেঁটেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। সাকিবের পাশে দাঁড়ালেন তিনি।
বেঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ‘স্পিরিট অব ক্রিকেট’ সংক্রান্ত প্রশ্নে সাকিবের পক্ষে এ কথা বলেন।
বলেছেন, ‘আমরা অনুসরণ করি না বলে কেউ সে নিয়ম অনুসরণ করলে তাকে আমরা দোষারোপ করতে পারি না।’
এর আগে দিল্লিতে শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে টাইমড-আউটের ঘটনা ঘটে। বোলিংয়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ওভারের দ্বিতীয় বলে সাদেরা সামারাবিক্রমাকে আউট করেন টাইগার অধিনায়ক। পরে ব্যাট করতে নামেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। এরপর নানাবিধ কারণে সময় ক্ষেপন করে টাইমড আউট হন। শুরু হয় নানা ধরণের বিতর্ক, যোগ দেন বর্তমান-সাবেকসহ বিভিন্নজন।
বিজ্ঞাপন