ফুটবল ভক্তদের সক্রিয় অংশগ্রহণে জমজমাট কাতার
চোখজুড়ানো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠলো কাতার বিশ্বকাপ ফুটবল আসরের। দোহা’র পাশের শহরের আল-খোরের আল বায়েত স্টেডিয়ামে এক ঘণ্টার জমাকলো অনুষ্ঠানের বাইরেও ছিলো সারা দুনিয়ার ফুটবল ভক্তদের সক্রিয় অংশগ্রহণ।
বিজ্ঞাপন