রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শিরোপা ঘরে নিতে মুখিয়ে আছে। হেক্সা জয়ের মিশনে নামার আগে টিটের দল তাদের সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিউনিশিয়াকে ৫-১ গোলে হারিয়ে দিয়েছিল। নেইমাররা কাতারে আসবে জুভেন্টাসের মাঠ তুরিনে শেষসময়ের অনুশীলন ক্যাম্প করে।

সেলেসাওদের গ্রুপসঙ্গী সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন বিশ্বআসরে নামার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে। দলগুলো নেইমার-রদ্রিগোদের কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে, কী কৌশল নিয়ে নামবে, সেসব অনুমান করতে সবশেষ ম্যাচগুলোর দিকে থেকেছে।
গ্রুপ জি-তে ব্রাজিল ২৪ নভেম্বর প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে খেলবে। ২৮ নভেম্বর সুইজারল্যান্ড এবং ২ ডিসেম্বর তাদের প্রতিপক্ষ ক্যামেরুন।
সবশেষ ম্যাচে একদিন আগে সুইজারল্যান্ড ২-০ গোলে হেরেছে ঘানার কাছে। প্রীতি ম্যাচ সম্প্রতি খেলেনি সার্বিয়া। গত সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগে নরওয়ের সঙ্গে ২-০ গোলে জিতেছিল তারা। আরেক দল ক্যামেরুন শুক্রবার পানামার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে।