লুসেইলে নামল ২৯ দিনের বিশ্বকাপ মহারণের পর্দা। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে লিওনেল মেসি তুলে নিয়েছেন ১৮ ক্যারেটের সোনালী ট্রফি। তবে শুধু ট্রফি নিয়েই ফিরছে না আর্জেন্টিনা, সঙ্গে আছে প্রায় সাড়ে চারশ কোটি টাকার চেক। ফিফার থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়েছে বাকি ৩১ দলও।
কাতার বিশ্বকাপের ফাইনালে ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ানো স্নায়ুচাপী ম্যাচ জিতে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। তাতেই তাদের হাতে ওঠে ৪২ মিলিয়ন মার্কিন ডলারের চেক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪০ কোটি টাকা। রানার্স আপ কাইলিয়ান এমবাপে-হুগো লরিসদের ফ্রান্স সেখানে পাবে ৩০ মিলিয়ন ডলার অর্থাৎ, ৩১৩ কোটির কিছু বেশি টাকা।
বিশ্বযজ্ঞে অংশ নেওয়া সব দলগুলোকে মোট ৪৪০ মিলিয়ন প্রাইজমানি দেবে ফিফা। এর মাঝে ৭২ মিলিয়ন পাবে দুই ফাইনালিস্ট। অংশ নেওয়া প্রতিটা দল পাবে ৯ মিলিয়ন ডলার। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল হিসেবে বাড়বে টাকার অঙ্ক।
শেষ ষোলোতে বাদ পড়া আট দলের হাতে উঠবে ১৩ মিলিয়ন ডলার বা ১৩৫ কোটির কিছু বেশি টাকা। কোয়ার্টার ফাইনালে বাদ পড়া পর্তুগাল, ব্রাজিল, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের কাছে যাবে ১৭ মিলিয়ন ডলার করে, টাকার অঙ্কে যা প্রায় ১৭৮ কোটি টাকা। মরক্কোকে হারিয়ে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া পাচ্ছে ২৭ মিলিয়ন ডলার বা প্রায় ২৮৩ কোটি টাকা। কাতারে আফ্রিকার দেশ হিসেবে ইতিহাস গড়া মরক্কো পাচ্ছে ২৬২ কোটি টাকা বা ২৫ মিলিয়ন ডলার।

কাতার থেকে খালি হাতে ফেরেনি বাকি ১৬ দলও। সবার হাতেই উঠবে ৯ মিলিয়ন ডলারের চেক, যা বাংলাদেশি মুদ্রায় ৯৩ কোটি টাকার কিছুটা বেশি। পুরস্কারের এসব অর্থ খেলোয়াড়দের বেতনের উপর নির্ভর করে ভাগ করে দেবে দেশগুলোর ফুটবল ফেডারেশন। সম্পূর্ণ অর্থ খেলোয়াড়রা না পেলেও একটা বড় অংশ ঢুকবে তাদের ঝুলিতে।