চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অবশেষে মেয়ের মুখ দেখালেন প্রিয়াঙ্কা

মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কার স্বামী তথা পপ তারকা নিক জোনাসও। সেখানেই মেয়ে সহ ক্যামেরাবন্দি হয়েছেন প্রিয়াঙ্কা।

অনুষ্ঠানে মেয়েকে কোলে নিয়ে দর্শক আসনের প্রথম সারিতে বসেছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা পরেছেন কফি রঙের পোশাক। মালতী মেরি চোপড়া জোনাসকে দেখা গেছে ক্রিম রঙের সোয়েটারে।

Bkash July

ইনস্টাগ্রামে ইভেন্টের একটি ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানেই মালতীর মুখ স্পষ্ট দেখা গিয়েছে।

ক্যাপশনে প্রিয়াঙ্কা, ‘তোমাকে নিয়ে খুব গর্বিত আমার ভালোবাসা। শুভেচ্ছা জোনাস ব্রাদার্সকে।’

Reneta June

ভিডিওতে দেখা গেছে, মায়ের কোলে বসে এদিক সেদিক তাকাচ্ছে মালতী। কখনও প্রিয়াঙ্কার ব্যাগ নিয়ে খেলতে ব্যস্ত সে। মেয়েকে আগলে রেখেছেন অভিনেত্রী।

২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। ২০২২ সালের ১৫ জানুয়ারি তাদের কোল আলো করে আসে কন্যাসন্তান মালতী। সারোগেসির মাধ্যমে নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্ম হয়।

ISCREEN
BSH
Bellow Post-Green View