চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিজের বুকে নিজেই গুলি চালালেন কনস্টেবল

রাজধানীর বনানী চেকপোস্টে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন আশরাফ উজ জামান রনি (২২) নামে এক পুলিশ কনস্টেবল। পরে গুরুতর অবস্থা উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার ২৫ মে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আশরাফ উজ জামান পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) দক্ষিণ বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি ধামরাই।

Bkash July

গুলশান বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলছেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে প্রেমঘটিত কারণে বিষন্নতায় এমন মৃত্যু বেছে নিয়েছেন কনস্টেবল।

জানা যায়, বনানী ১১ নম্বর পুলিশ চেক পোস্টে রনি অন্য পুলিশ সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন করতে আসে। পরে চেকপোস্টের ওয়াশরুমে গিয়ে ৬টা ৫০ মিনিটের দিকে সে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালায়।

Reneta June

গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন: কনস্টেবল রনির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে তারা মোবাইলে বেশিরভাগ সময় কথা বলতো। গতকাল রাতের বেশিরভাগ সময় তারা মোবাইলে কথা বলেন। সকালে ডিউটিতে আসার আগেও কথা হয় তাদের দুজনের মধ্যে।

ডিসি শহিদুল্লাহ আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের মোবাইল ফোন চেক করে দেখা গেছে, প্রেমঘটিত কোনো বিষয় নিয়ে কনস্টেবল রনির প্রেমিকার সঙ্গে কোনো ঝামেলা চলছিল। তবে এ বিষয়ে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

কনস্টেবল পিস্তল ব্যবহার করতে পারে কি না এমন প্রশ্নের জবাবে গুলশান বিভাগের ডিসি শহিদুল্লাহ বলেন: ডিএমপি হেডকোয়ার্টার থেকে সিদ্ধান্ত হয় চেকপোস্টে যে কনস্টেবলরা ডিউটি করবে তারা সুবিধার স্বার্থে পিস্তল ব্যবহার করবে। এটি অনেক আগে থেকেই সব চেকপোস্টে ব্যবহার হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন:গুরুতর অবস্থা উদ্ধার করে পুলিশ সদস্যকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা আছে।

Labaid
BSH
Bellow Post-Green View