চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নতুন শিক্ষাক্রমের পাইলটিং প্রস্তুতি চলছে: শিক্ষামন্ত্রী

২০২২ সালে নতুন শিক্ষাক্রমের পাইলটিং প্রস্তুতি ভালোভাবে চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ বার রক্তদানকারী ৫০ জন মহতী দাতার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পর্যায়ক্রমে ২০২৫ সালের মধ্যে এই পাইলটিং বাস্তবায়নের কাজ শুরু হবে ।

শনিবার সকালে রাজধানীর আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে স্বেচ্ছায় ৫০ বার রক্তদান করেছেন এমন ৫০ রক্তদাতাকে সংবর্ধনা দেয়া হয়।

এ আয়োজনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. নিজামউদ্দীন আহমেদ, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালকসহ অন্যান্যরা।