আধুনিকতার ছোঁয়াবঞ্চিত প্রত্যন্ত চরের মানুষ
মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মার বুকে জেগে ওঠা দুর্গম চরগুলোতে বসবাস করেন এক লাখেরও বেশি মানুষ। আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত প্রত্যন্ত এলাকার এসব মানুষ। ভগবানের চর তেমনই একটি দূর্গম এলাকা। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে, দূর্গম এই চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। হাতের নাগালে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা।