এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগামী ২৭ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়টি উঠে এসেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের ব্রিফ করে এই তথ্য জানান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
এ বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, আজকের বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে, সফরের তারিখ চূড়ান্ত হয়েছে। তিনি ২৭-২৮ এপ্রিল ঢাকা সফর করবেন।
এছাড়াও দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা টাকা চেয়েছে ঢাকা। একইসাথে ১৯৭১ সালের গণহত্যার ঘটনায় পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।








