চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

একাত্তরে পাকিস্তানের নৃশংসতা ‘গণহত্যা’র স্বীকৃতি পাচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভূ-রাজনৈতিক কারণে একাত্তরে পাকিস্তানের নৃশংসতা ‘গণহত্যা’র স্বীকৃতি পাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজধানীতে বঙ্গবন্ধু বক্তৃতা পর্বে তিনি বলেছেন, যথেষ্ট তথ্য-উপাত্ত এবং প্রমাণ থাকার পরও মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর বর্তমান অবস্থার কারণে ‘গণহত্যা’র স্বীকৃতি পাওয়া কঠিন। অনুষ্ঠানের বক্তা এশিয়া জাস্টিস অ্যান্ড রাইটসের সভাপতি ব্যারিস্টার প্যাট্রিক বার্জেস বলেন, এর চেয়ে কম রক্তক্ষরণের ঘটনাকেও বিশ্ব গণহত্যার স্বীকৃতি দিয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View