চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনায় আইসিইউতে জহির আব্বাস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস। তিনদিন অক্সিজেন সাপোর্টে থাকার পর কিংবদন্তি ব্যাটারকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুবাই থেকে লন্ডন যাওয়ার পথে প্রথমে করোনা আক্রান্ত হন জহির। লন্ডনে পৌঁছানোর পর কিডনিতে সমস্যা দেখা দেয়। শহরটির সেন্ট মেরিস হাসপাতালে ডায়ালাইসিস চলছে তার। চিকিৎসকরা তার সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছেন না।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

পাকিস্তান জার্সিতে ৭২ টেস্টে ৫,০৬২ রান করেছেন আব্বাস। ওয়ানডেতে ৬২ ম্যাচে নামের পাশে ২,৫৭২ রান। প্রথমশ্রেণির ক্রিকেটে একশটি সেঞ্চুরি করেছেন। ৪৫৯ ম্যাচ খেলে করেছেন ৩৪,৮৪৩ রান। শতরান ১০৮টি। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর আইসিসির ম্যাচ রেফারি ও ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করেছেন এ কিংবদন্তি।