৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে বহিষ্কার করেছে সৌদি আরব। ভিক্ষা করার অভিযোগে আরও পাঁচ দেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৩৬৯ জনকে। সৌদি আরব পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে যে, হজযাত্রী সেজে আর ভিক্ষুক পাঠানো যাবে না।
বুধবার ১৪ মে জাতীয় পরিষদের অধিবেশন চলাকালীন পাকিস্তান পিপলস পার্টির এমপি সেহার কামরানের এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এ তথ্য জানান।
মন্ত্রীর দেয়া সরকারি তথ্য থেকে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে মোট ৫ হাজার ৪০২ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়। এদের মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই পাকিস্তানে ফিরেছেন ৫৫২ জন।
প্রদেশভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, এই দেশগুলি থেকে বহিষ্কৃতদের বেশিরভাগই সিন্ধু প্রদেশের। ভিক্ষাবৃত্তির অভিযোগে বহিষ্কৃতদের মধ্যে কেবলমাত্র সে প্রদেশেরই রয়েছে ২ হাজার ৭৯৫ জন। অপরদিকে পাঞ্জাবে এটির সংখ্যা ১ হাজার ৪৩৭ জন।
বাকি প্রদেশগুলোর মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে ১ হাজার ২ জন, বেলুচিস্তান থেকে ১২৫ জন, আজাদ কাশ্মির থেকে ৩৩ জন এবং ইসলামাবাদ থেকে ১০ জন রয়েছেন।







