চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনের পাশে কাঁচাবাজার সংলগ্ন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে এ দুঘর্টনা ঘটেছে।

বুধবার (২২ মার্চ) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Bkash July

ওসি বজলুর রশিদবলেন, মৃত ব্যক্তির নাম আবদুস সাত্তার (৭৬)। তিনি উপজেলার অমরপুর ইউনিয়নের খামার জয়দেবপুর গ্রামের মৃত মছির উদ্দিন সরকারের ছেলে। তিনি আনসার ভিডিপিতে কর্মরত ছিলেন। অবসর নেয়ার পর ঢাকায় লুসাকা গ্রুপে কিছুদিন চাকরি করেছেন তিনি। কিছুদিন ধরে জয়দেবপুর গ্রামে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

দিনাজপুর জিআরপি পুলিশের ওসি জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনেরা এসেছেন। তাঁদের সঙ্গে কথা হয়েছে। পরিবারের কারও আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যেহেতু রেললাইনের দুই পাশে কাঁচাবাজার তাই অসাবধানতাবশত ট্রেনের সাথে ধাক্কা লেগে পড়ে তাঁর মৃত্যু হতে পারে।

Reneta June

চিরিরবন্দর রেলস্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের উদ্দেশে চিরিরবন্দর স্টেশন ছাড়ে ৮টা ১৫ মিনিটে। ট্রেন ছেড়ে যাওয়ার কিছু সময় পরই কয়েকজন লোক এসে জানায়, সাদা প্যান্ট ও সাদা শার্ট পরা একজন লোক ট্রেনে কাটা পড়েছে। মারা যাওয়ার কিছু সময় আগেও রেলস্টেশন কাঁচাবাজার এলাকায় ওই ব্যক্তিকে দেখা গেছে। তবে তিনি কীভাবে ট্রেনে কাটা পড়ল, তা বলতে পারছে না কেউ । নিহত ব্যক্তির মাথায় আঘাত লেগেছে এবং দুই পা কেটে বিচ্ছিন হয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View