চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আবারও আটকা পড়ল রাক্ষুসে মাছ সাকার মাউথ ক্যাটফিস

KSRM

রাঙ্গামাটি জেলার কাপ্তাই-কর্ণফুলী নদীতে জেলেদের জালে তৃতীয়বারের মতো আবারও ধরা পড়লো বিদেশী প্রজাতির রাক্ষুসে মাছ সাকার মাউথ ক্যাটফিস।

শনিবার (২৭ মে) সকালে চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু এলাকার কর্ণফুলি নদীতে মাছ ধরার সময় স্থানীয় জেলে সমুল্য মল্লিকের জালে এই রাক্ষুসে মাছ ধরা পড়ে।

Bkash July

এর আগে ২০২২ সালের ২ জানুয়ারি কাপ্তাইয়ের শিলছড়ির সীতাঘাট এলাকায় এবং চলতি বছরের ৫ মে চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে ক্ষতিকারক এই রাক্ষুসে মাছ জেলেদের জালে ধরা পড়েছিল।

স্থানীয় জেলে সমুল্য মল্লিক জানান, আমরা কয়েকজন কর্ণফুলী নদীতে মাছ ধরতে গেলে আজ শনিবার সকালে এই রাক্ষুসে মাছটি আমাদের জালে ধরা পড়ে। পরে জানতে পারলাম এটা নিষিদ্ধ মাছ।

Reneta June

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সাকার মাউথ ক্যাটফিশ দেশীয় প্রজাতির জন্য হুমকি এবং নদীর তলদেশের জলজ পরিবেশের জন্য ক্ষতিকর। মাছটি এ পর্যন্ত ৩ বারের মত জেলেদের জালে আটকা পড়েছে যা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন।

ক্ষতিকারক এই সাকার মাউথ ক্যাটফিসের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View