চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মোদির সময়ে ভারতে গণতন্ত্রের হাল ‘গিয়ে দেখতে’ বললো যুক্তরাষ্ট্র

চলতি মাসের শেষে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরকে কেন্দ্র করে মোদির অধীনে ভারতীয় গণতন্ত্রের হাল নিয়ে প্রশ্নের জবাবে হোয়াইট হাউজ বলেছে, ভারত একটি গণতান্ত্রিক দেশ। যারাই ভারতের দিল্লী শহরে যাবেন তারা নিজেই দেখতে পারবেন। ভারত নিজেদের গণতন্ত্রের উদ্বেগ কাটিয়ে উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (৬ জুন) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের যোগাযোগ সমন্বয়ক জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারত একটি প্রাণবন্ত গণতন্ত্রশীল দেশ। আমরা আশা করছি ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তি ও সামর্থ্য আলোচনার অংশ হবে।’

এক প্রশ্নের জবাবে জন বলেন, ‘দেখেন আমরা কখন কোন শান্তি প্রস্তাবকে উপেক্ষা করি না। বন্ধুদের সাথে এমন করাও উচিত না। বন্ধুরাষ্ট্র হিসেবে সারা বিশ্বে কোন দেশ নিয়ে যদি উদ্বেগ থাকে তাও আমরা বলবো এবং কোনো দেশ যদি উন্নয়ন করে আমরা তারও প্রশংসা করব।’

নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণের কারণ হিসেবে তিনি বলেন, ‘অনেক স্তরে ভারত যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী অংশী দেশ। ভারতের সাথে আমাদের একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বহুপাক্ষিক স্তরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আমরা আলোচনা করবো যেন দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়।’

আগামী ২২ জুন থেকে নরেন্দ্র মোদির মার্কিন সফর শুরু হতে চলেছে। সেই সফরকালেই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। তৃতীয় ভারতীয় হিসেবে সেখানে তাকে ‘স্টেট ডিনারের’ মাধ্যমে সম্মানিত করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।