চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র রেজিস্ট্রেশনে ব্যাপক সাড়া

শুরু হচ্ছে সংগীত নিয়ে প্রতিযোগিতামূলক বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র সিজন-৭ এর রেজিস্ট্রেশন কার্যক্রম। আর রেজিস্ট্রেশন শুরুর পর পরই তুমুল সাড়ে পাচ্ছেন আয়োজকরা।

চ্যানেল আই অনলাইনকে ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র সিজন-৭ এর প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন, দীর্ঘদিন পর সংগীত নিয়ে প্রতিযোগিতামূলক বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো’য়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে না হতেই ব্যাপক সাড়া পাচ্ছি। এই রিয়েলিটি শো যে মানুষের কাছে কতোটা গ্রহণযোগ্য, রেজিস্ট্রেশন শুরুর পর আরও একবার টের পেলাম।

তিনি জানান, প্রতিভাবান শিল্পী খুঁজে বের করতে সেরাকণ্ঠের ঝুরি নেই। এরআগে ৬টি সিজনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিল্পীদের তুলে এনে প্লাটফর্ম দিয়েছে চ্যানেল আই। দীর্ঘদিন পরে হলেও আবার আমরা নিয়মিত হয়েছি। মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, এটা আমাদের জন্য প্রাপ্তির। সবেতো রেজিস্ট্রেশন শুরু হলো, এরমধ্যেই প্রতিযোগীদের মধ্যে যে আগ্রহ দেখছি- আশা করছি অন্য যেকোনো বারের চেয়ে এবার আরও বেশি সংখ্যক প্রতিযোগী ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ এ অংশ নিবেন।

এবারের আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জানিয়ে প্রকল্প পরিচালক আগেই জানিয়েছেন, অন্যবারের তুলনায় এবারের আয়োজনটি আরও বিশাল পরিসরে হবে। যেহেতু বয়সের বাধ্যবাধকতা এবার নেই, ফলে প্রতিযোগীর সংখ্যা বাড়বে। তারউপর উত্তর আমেরিকা সহ বেশকিছু জায়গায় প্রথমবারের মতো ‘ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ অংশ নিতে অডিশন পর্ব রাখা হচ্ছে। সেখান থেকেও প্রবাসী বাঙালিরা এই প্লাটফর্মে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। সবকিছু মিলিয়ে এবারের এই আয়োজনটি বেশ চ্যালেঞ্জিংই মনে করছি।

স্বপন জানান, দেশের প্রতিটা বিভাগীয় শহরে হবে অডিশন পর্ব। তৃণমূলের প্রতিভাবান শিল্পীদের খুঁজে আনাই আমাদের একমাত্র লক্ষ্য। এই প্লাটফর্মের জন্য সারা দেশের ছেলেমেয়েরা অপেক্ষায় থাকে। কারণ তারা জানে, এই প্লাটফর্মটি অথেনটিক। যারা বিচারক থাকেন তারা বাংলাদেশের প্রত্যেকেই কিংবদন্তী।

মূল পর্বে প্রধান বিচারক তিনজন। তারা হলেন কিংবদন্তী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী। ৪০টি অ্যাপিসোড আমরা পরিকল্পনা করেছি। তারমধ্যে একটি থাকবে গ্র্যান্ড ফিনালে।

ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর।

যেভাবে রেজিস্ট্রেশন করবেন:
রেজিস্ট্রেশন করতে OCSK<Space>আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। সেরাকণ্ঠ বিষয়ক তথ্য জানতে নিয়মিতভাবে চোখ রাখুন চ্যানেল আই-এর পর্দায় এবং সেরাকণ্ঠ অফিসিয়াল ফেসবুক পেজ -এ।