চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নুসরাত ফারিয়ার অপেক্ষা!

ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রীদের একজন নুসরাত ফারিয়া। শুধু ঢাকা নয়, কলকাতার সিনেমাতেও প্রায় সমান ব্যস্ততা এই নায়িকার! কিন্তু এই নায়িকা এখন অপেক্ষার প্রহর গুনছেন তার গাওয়া নতুন গান মুক্তির!

হ্যাঁ, ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে বাণিজ্যিক ঘরানার গানে আত্মপ্রকাশ করা চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অপেক্ষায় আছেন তার চতুর্থ গানের জন্য! আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে গানটি প্রকাশিত হবে। এরইমধ্যে গান সম্পর্কে আভাস দিয়েছেন তিনি।

Bkash July

শনিবার দুপুরে মুক্তি প্রতীক্ষিত এই গান ভিডিওটির শুটিং সময়ের একটি ছবি পোস্ট করেন ফারিয়া। নিজের আবেদনময়ী সেই ছবিটি পোস্ট করে এই নায়িকা লিখেছেন, আর মাত্র ২১ দিন!

ফারিয়ার নতুন গানের শিরোনাম ‘বুঝি না তো তাই’। গানটির সুর করেছেন ব্রিটিশ র‌্যাপার মুমজি স্ট্রেঞ্জার আর সংগীতায়োজনে আছেন ডিজে লায়ান। বাবা যাদবের কোরিওগ্রাফিতে গান ভিডিওতে অংশ নিয়েছেন ফারিয়া ও মুমজি। গানটি প্রকাশ করবে ভারতের পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস।

Reneta June

নতুন গানটি নিয়ে নুসরাত ফারিয়া আগেই জানিয়েছেন, ‘নতুন এ গানটি বেশ আনন্দের সঙ্গে করেছি। আমার আগের তিনটি গানের মতো এটিও বেশ মজার। আমার বিশ্বাস এটি সবার পছন্দ হবে।’

‘পটাকা’ ছাড়াও ২০২০ ও ২০২১ সালে প্রকাশ পায় নুসরাত ফারিয়ার গাওয়া ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’ নামের আরও দুটি গান।

Labaid
BSH
Bellow Post-Green View