চলতি সপ্তাহে নর্থ কোরিয়া সাগরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় সাউথ কোরিয়া উদ্বিগ্ন হয়ে পড়ে। সিউলকে সাহস যোগাতে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়ার বিমানবাহিনী সামরিক মহড়া চালিয়েছে।

যৌথ মহড়া শেষ হয়েছে শনিবার।
এদিন যুক্তরাষ্ট্রের একটি সুপারসনিক বোমারু বিমান মহড়ায় অংশ নেয় বলে জানিয়েছে সাউথ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ যৌথ সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ‘দ্য ভিজিল্যান্ট স্টর্ম’।
অন্যদিকে সাউথ কোরিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, যৌথ মহড়ার শেষ দিনে নর্থ কোরিয়া স্বল্পপাল্লার চারটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।