জনগণের জন্য কাজ করলে কেউ কিছুই করতে পারবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি অপ্রতিরোধ্য, কেউ একে থামাতে পারবে না। দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণ কাজের উদ্বোধন করে তিনি আরও বলেন, গণতন্ত্র আছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। যে যতই আন্দোলন সংগ্রাম করুক, জনগণের জন্য কাজ করলে কেউ কিছুই করতে পারবে না, বলেছেন প্রধানমন্ত্রী।