চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিউইয়র্কে আবদুল গাফফার চৌধুরীর নাগরিক স্মরণসভা

একুশের গানের রচয়িতা, কিংবদন্তি সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরীর স্মরণসভা নিইয়র্কের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, যতদিন একুশের চেতনা থাকবে ততদিন আব্দুল গাফফার চৌধুরী থাকবেন বাঙালির হৃদয়ে। এসময় ওয়াশিংটন থেকে ফোনে যোগ দেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

তিনি বলেন, ‘পলাশী থেকে ধানমন্ডি’ নিয়ে গাফফার চৌধুরীর সঙ্গে অনেক স্মৃতির কথা মনে পড়ছে।

আলোচনা, গান আর কবিতার এই আয়োজনে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোর্শেদ আলম, কবি বেলাল বেগ, ছহুল চৌধুরী, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর এম মনিরুল ইসলাম, ডাক্তার মাসুদুল হাসানসহ অনেকে।

Labaid
BSH
Bellow Post-Green View