ভারতের দিল্লীতে চাচাতো ভাইয়ের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ওই ভাইয়ের ক্ষোভের মুখে পড়েন নার্গিস নামের একজন নারী। এরপর প্রতিশোধ পরায়ণ হয়ে ওই নারীকে হত্যা করে চাচাতো ভাই।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার সকালে ভারতের দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী অরবিন্দ কলেজের কাছে একটি পার্কে নার্গিস নামক ২৫ বছর বয়সী একজন নারী বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছেন ইরফান নামক তার চাচাতো ভাই।
ইরফান তিন দিন আগেই নার্গিসকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু কিছু কারণে সেদিন তার সাথে দেখা হয়নি ইরফানের। ইরফান জানতেন নার্গিস প্রতিদিন স্টেনোগ্রাফি ক্লাসে একটি পার্কের মধ্য দিয়ে যায়। তাই তিন দিন পর সে একটি লোহার রড নিয়ে পার্কে যায় এবং নার্গিসকে হত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
ইরফান তার আপন চাচাতো বোন নার্গিসকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু নার্গিস তাকে বিয়ে করতে অস্বীকার করেছিলেন কারণ ইরফানের স্থায়ী চাকরি ছিল না। এরপর সে ইরফানের ফোন রিসিভ করা বন্ধ করে দেন। এতে হতাশ হয়ে পড়েন ইরফান, তার পক্ষে অন্য কাউকে বিয়ে করাটা সম্ভব ছিল না। অপরাধ করার কয়েক ঘণ্টা পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ইরফান।

নার্গিস চলতি বছরের শুরুর দিকে কমলা নেহেরু কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং ইরফান একটি প্রতিষ্ঠানের খাদ্য সরবরাহকারী এজেন্ট হিসেবে কাজ করতেন।
বিজ্ঞাপন