বিমান বন্দরের একটি চক্র থেকে অবৈধ মদ নিয়ে বিক্রির উদ্দেশ্য গুলশান বনানীতে যাচ্ছে এমন তথ্য পেয়ে অবৈধ বিদেশী মদসহ একজন মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।
২৫ মে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে বনানীর কড়াইল বস্তি অ্যান্ড টি কলোনির (এরশাদ মাঠ) কবরস্থান রোডস্থ মিম ফ্যাশন গ্যালারী নামীয় দোকানের ভিতর থেকে অবৈধ বিদেশী মদসহ মো. মনির হোসেন (৩৮) নামের একজন মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়।
সেসময় তার কাছ থেকে ২৮ বোতল সিভাস, আট বোতল ট্রাভেলাস ক্লাব, ১৯ বোতল ব্ল্যাক লেবেল, এক বোতল ভ্যাট-৬৯ হুইস্কিসহ সর্বমোট ৫৬ বোতল ৫৬ লিটার অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রিত কাজে ব্যবহৃত তার মোবাইল সেট জব্দ করা হয়।
২৬ মে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক রাশেদুজ্জামান বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধ বিদেশী মদ সরবরাহ করে আসছিল। সে বিভিন্ন কৌশলে তার ব্যবসা পরিচালনা করছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল জানান: ক্রিস্টালমেথ/আইস, ইয়াবা, এল.এসডি, ডিওবি সহ অন্যান্য ক্ষতিকর মাদকের পাশাপাশি অবৈধ বিদেশী মদ চোরা চালানের সাথে যারা জড়িত তাদের উপর নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন: আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে।