চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুম্বাই-গুজরাট: ফাইনালে যাওয়ার লড়াইয়ে কে ফেভারিট?

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সবার আগে সেরা চার নিশ্চিত করেছিল গুজরাট টাইটান্স। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও পাচ্ছে ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ। আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার তাদের প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে এলিমিনেটরে হারানো মুম্বাই ইন্ডিয়ান্স।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। এই ম্যাচের জয়ী দলটি ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হবে।

Bkash July

গুজরাটের নেতৃত্বে আছেন হার্দিক পান্ডিয়া। আসরে ১৪ ম্যাচে ১০ জয় ও ৪ হারে ২০ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়নরা লিগপর্বে শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে। অন্যদিকে, ৮ জয় ও ৬ হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে গ্রুপপর্ব শেষ করে রোহিত শর্মার মুম্বাই।

পান্ডিয়া বনাম রোহিতের দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। গুজরাটের আছে শুভমন গিল, জশ লিটল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রশিদ খান, মোহাম্মদ শামি। মুম্বাইয়ের ডেরায় আছে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, পীযূষ চাওলা। যারা বড় ম্যাচের রং যেকোনো মুহূর্তে বদলে দিতে পারেন।

Reneta June

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হেরে ফাইনালের টিকিট কাটতে পারেনি গুজরাট। এলিমিনেটরে লক্ষ্ণৌকে ৮১ রানে হারিয়ে ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে মুম্বাই।

লক্ষ্ণৌর বিপক্ষে বিধ্বংসী বোলিং করে ম্যাচসেরার পুরস্কার পান ডানহাতি পেসার আকাশ মাধওয়াল। ৩.৩ ওভার বল করে ৫ রান খরচায় মুম্বাই ইন্ডিয়ান্স তারকা তুলে নেন ৫ উইকেট। টুর্নামেন্টটির ইতিহাসে প্লে-অফে এটাই সেরা বোলিং ফিগার। আজকের ম্যাচেও তিনি হয়ে উঠতে পারেন তুরুপের তাস।

আইপিএলে এখন পর্যন্ত তিনবারের দেখায় দুবার জিতেছে মুম্বাই, একবার গুজরাট। এবারের আসরে প্রথম দেখায় ৫৫ রানের জয় পায় গুজরাট। ফিরতি খেলায় মুম্বাই ২৭ রানের জয় তুলে নেয়। আইপিএলে গতবছর অভিষেক হয় গুজরাট টাইটান্সের। সেবার তারা চ্যাম্পিয়নও হয়। আর টুর্নামেন্টে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই।

নরেন্দ্র মোদি স্টেডিয়াম এপর্যন্ত ব্যাটিংবান্ধব হিসেবে প্রমাণিত। আগে ব্যাট করা দলের গড় স্কোর ১৬৮, পরে ব্যাটিং করার ক্ষেত্রে গড় ১৫৫। নতুন বলে অবশ্য বাড়তি সহায়তা বোলাররা পেয়ে থাকেন।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলা শুরুর সময় তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

Labaid
BSH
Bellow Post-Green View