চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পরাণ-এ মেতেছে দর্শক, নেই নেগেটিভ প্রতিক্রিয়া

জানালেন নির্মাতা রায়হান রাফী

মুক্তির আগেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল রায়হান রাফীর ছবি ‘পরাণ’। এর গান ও ট্রেলার দেখে দর্শকদের অনুমান ছিল, ঈদে পরাণ বাজীমাৎ করবে! মুক্তির পর তাই হচ্ছে। ঈদের ছবির দর্শক মেতেছে ‘পরাণ’-এ।

নির্মাতা রায়হান রাফীর দাবি, দর্শকদের কাছ তার ছবি ‘পরাণ’-এর কোনো নেগেটিভ প্রতিক্রিয়া নেই। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, মুক্তির আগে বিভিন্ন জন নেগেটিভ ভাবে দুচার কথা বললেও ছবি দেখার পর চুপ হয়ে গেছে। জানতাম হবে।

ঈদের দ্বিতীয় দিন দর্শকদের সঙ্গে ‘পরাণ’ দেখতে ময়মনসিংহের পূরবী সিনেমা হলে গিয়েছিলেন পরিচালক রাফী। সঙ্গে ছিলেন মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহানসহ অনেকে। যেহেতু শুটিং হয়েছিল ময়মনসিংহে, তাই সেখানকার দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে হাজির হয়েছিল টিম পরাণ।

রাফী বলেন, ১২ টা ও ৩টার শো দর্শকদের কাছাকাছি ছিলাম। তারা গরমে কষ্ট করে আমাদের সিনেমা দেখছেন আমরা কৃতজ্ঞ। গরমে ভেবেছিলাম বেরিয়ে আসবো, কিন্তু মানুষের মাতামাতি দেখে পারিনি। হল ভর্তি মানুষের সঙ্গে সিনেমা দেখেছি। হলের পরিবেশ বেশি ভালো ছিল না, তারপরেও মানুষ ‘পরাণ’ দেখতে ভিড় করে। যে ভালোবাসা দিয়েছে তা কখনওই ভুলবো না।

শুধু ময়মনসিংহ নয় যেসব সিনেমা হলে পরাণ চলছে, সবখান থেকে দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছে পরাণ। কেউ নেগেটিভ কিছু জানাচ্ছে না বলে জানালেন রাফী। তিনি বলেন, সিনেপ্লেক্সেও টিকেট পাচ্ছে না। যারা দেখছে টিকেট আগের দিন কাটছে। প্রচুর মানুষ আমাকে ফোন করছে। মধুমিতা হলে গিয়েও নাকি দর্শক পরাণ-এর টিকেট খুঁজছে। ঈদের সবগুলো ছবির সঙ্গে পরাণ নিয়ে মাতামাতি হচ্ছে এটাই প্রাপ্তি। মুক্তির আগে ছবি নিয়ে আমার অনেক কিছু বলার ছিল বলেছি, এবার দর্শকরা বলছে।

পোড়ামন ২, দহন, খাঁচার ভিতর অচিন পাখি, ৭ নম্বর শুটিং ফ্লোর বানিয়ে আলোচনায় আসা নির্মাতা রাফী আরও বলেন, দর্শকরাই পরাণ-এর পক্ষ থেকে জবাব দিয়ে জানাচ্ছে, তারা সবসময় ভালো ছবির সঙ্গে থাকে। সিনেমার মুক্তির আগে ফেসবুকে কিছু মানুষ নেগেটিভ লিখলেও মুক্তির পর তারা চুপ হয়ে গেছে। কারণ, পরাণ দেখে সন্তুষ্ট। দিনশেষে মানুষ পরাণের সঙ্গে আছে।

রাফীর ধারণা, পরাণ যেভাবে মানুষ দেখছে ঈদের দুই সপ্তাহের আগেই আরও বেশি সিনেমা হলে পৌঁছে যাবে ‘পরাণ’। দর্শকের পাশাপাশি সিনেমা হলের মালিকরাও চাচ্ছে। ব্যবসায়িক হিসেব পরিষ্কারভাবে বলছে, বসুন্ধরা সিটিতে সব শো হাউজফুল যাচ্ছে। চট্টগ্রামের সিঙ্গেল স্ক্রিনসহ ভালো সিনেমা হলগুলোতে খুব ভালো চলছে। ঢাকার বাইরের হলগুলোতে দর্শকের ছবি দেখা কষ্টকর।

কষ্ট করেও মানুষ রাত ৯টার শো-তেও পরাণ দেখতে ভিড় করছে বলে খবর পাচ্ছেন বলে জানান রাফী। যোগ করে তরুণ এ নির্মাতা বলেন, ব্লক বাস্টারে সকালের শো-তে পরাণ চলছে। কিন্তু দর্শক বিকেল বা সন্ধ্যার শো-তে পরাণ দেখতে বেশি যাচ্ছে। না পেয়ে অন্য ছবি দেখছে। যমুনা কর্তৃপক্ষ দর্শকদের কথা বিবেচনায় এনে যদি বিকেল বা সন্ধ্যায় পরাণ চালায় আরও ভালো যাবে।

লাইভ টেকের প্রযোজনায় ‘পরাণ’ মুক্তি পায় ১১ সিনেমা হলে। তবে মুক্তির পর চিত্র পাল্টাচ্ছে। ঈদের দিন থেকে একাধিক সিনেমা হলে যোগাযোগ করলে জানা যায়, কম সংখ্যক হল পেলেও দর্শকদের আগ্রহ পরাণে।

সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, সিনেপ্লেক্সের শাখাগুলোতে পরাণ, সিনেমা ভালো যাচ্ছে। প্রতি শো-ই প্রায় হাউজফুল, আগে থেকে টিকেট সোল্ডআউট। আমরা খুবই হ্যাপি। এভাবে ভালো গেলে হয়তো আগামি সপ্তাহে ‘পরাণ’ এর শো-বাড়াতে পারি।

Labaid
BSH
Bellow Post-Green View