আয়করকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে উদ্যত্ত হয়েছে আরও একটি দেশ। ছাব্বিশের নির্বাচনের আগে দেশের মায়েদের আয়কর মুক্ত করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান।
আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, হাঙ্গারির রাজধানী বুদাপেস্টে বক্তৃতা দেওয়ার সময় এই ঘোষণা করেন ভিক্টর ওরবান।
তিনি বলেন, এবার থেকে নাকি আর এক টাকাও কর দিতে হবে না কর্মরত মায়েদের। তবে সবাই এই সুবিধা পাবেন না। যাদের দুই বা তার বেশি সন্তান রয়েছে। সেই সব কর্মরত মায়েদেরকেই আয়কর মুক্ত করে দেয়া হবে।
তবে কেউ কেউ বলছেন, শুধুই নির্বাচন নয়। দেশে জন্মহার বাড়াতেও এই বিধি চালু করছেন হাঙ্গারির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান।








