
মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ‘মির্জাপুর’ খ্যাত বলিউড অভিনেতা শাহনওয়াজ প্রধান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
শুক্রবার রাতে মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন শাহনওয়াজ প্রধান। সেখানে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। তাৎক্ষনিক তাকে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কয়েক মাস আগে তার বাইপাস সার্জারি হয়েছিল।
বড় পর্দা, টেলিভিশন জগত ও ওটিটিতে পরিচিত মুখ শাহনওয়াজ প্রধান। মির্জাপুর সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।
‘শ্রীকৃষ্ণ’ সিরিয়ালে ‘নন্দ বাবা’-র চরিত্রে অভিনয় করেন তিনি। এর পাশাপাশি শাহনওয়াজ ‘সিন্দবাদ দ্য সেলর’, ‘ব্যোমকেশ বক্সি’, ‘টোটা ওয়েডস ময়না’, ‘বন্ধন সাত জনম কা’ এবং ‘আলিফ লায়লা’, ‘স্যুইট লাইফ অফ করণ অ্যান্ড কবির’-এর মতো ধারাবাহিকে কাজ করেন।

শাহনওয়াজ প্রধান শুধু ছোট পর্দাতেই কাজ করেননি, সিনেমাতেও একাধিক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। ‘বঙ্গিস্তান’, শাহরুখ খানের ‘রইস’, এমএস ধোনির বায়োপিক-এ অভিনয় করেছেন তিনি। তবে তিনি সবচেয়ে জনপ্রিয়তা পান ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ অভিনয় করে।
শাহনওয়াজ প্রধানের মৃত্যুর খবর সামনে আসার পর গোটা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। বহু তারকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিজ্ঞাপন