চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিরাজের চাই বিপিএল শিরোপা

কাগজে-কলমে সেরা দল গড়েছে ফরচুন বরিশাল। অধিনায়ক হিসেবে আছেন সাকিব আল হাসান। জাতীয় দলের সাবেক টি-টুয়েন্টি অধিনায়ক, অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও দলটিতে। টাইগার জার্সিতে অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করা মেহেদী হাসান মিরাজ দলটির উজ্জ্বল মুখ।

তারকা ভরপুর দলটি স্বপ্ন দেখছে শিরোপার। ৬ জানুয়ারি মিরপুরে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আগের পাঁচ আসরে অংশ নেয়া মিরাজের এখনো সৌভাগ্য হয়নি ঘরোয়া জমজমাট টি-টুয়েন্টি আসরের শিরোপা উঁচিয়ে ধরার। এবার অতৃপ্তি ঘোচাতে চান তিনি।

সোমবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে ফরচুন বরিশাল। প্রথম অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাকিব। অলরাউন্ডার মিরাজ সংবাদমাধ্যমের মুখোমুখি হন। আত্মবিশ্বাস নিয়ে বলেন, তার দলই হবে চ্যাম্পিয়ন।

‘আমাদের দলটা ভালো হয়েছে। সাকিব ভাই আছে, শেষ বছরেও খেলেছিল, রিয়াদ ভাই আছে, আমি আছি। ইবাদত আছে, খালেদ আছে। জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে। অবশ্যই আশা রাখছি আমরা চ্যাম্পিয়ন হবো। কারণ আমি বিপিএলে ছয়বার খেলব এবার দিয়ে। দুইবার ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন হতে পারিনি। চ্যাম্পিয়নের স্বাদ নিতে পারিনি। কিন্তু এবার ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো।’