
২০২৬ বিশ্বকাপ লাতিন অঞ্চলের বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। শঙ্কা ছিল চোটের। গুরুতর চোটে আক্রান্ত না হলেও খেলেননি বলিভিয়ার বিপেক্ষে। দেশের হয়ে প্রতিনিধিত্ব শেষে ফ্লোরিডায় ফিরলেও আটলান্টার বিপক্ষে মেসিকে দেখা যায়নি ইন্টার মিয়ামির জার্সিতে। চোট কাটিয়ে অবশেষে মিয়ামির অনুশীলনে ফিরেছেন মেসি।
মঙ্গলবার মিয়ামির অনুশীলনে দেখা যায় বিশ্বজয়ী কিংবদন্তিকে। সেখানে মেসিকে সাবলীল মনে হয়েছে। অনুশীলনে ফিরলেও এখনও নিশ্চিত নয় মেসির মাঠে ফেরার বিষয়টি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে মেজর লিগ সকারের লড়াইয়ে মিয়ামি মুখোমুখি হবে টরোন্টো এফসির।
টরন্টোর বিপক্ষে মেসি খেলবেন কিনা কোচ জেরার্ডো মার্টিনোও অবশ্য সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি।
ইন্টার মিয়ামিতে মেসি যোগ দেয়ার পর ভাগ্য খুলতে শুরু করেছে ক্লাবটির। মেসি খেলেছেন, এমন কোনো ম্যাচ এখন পর্যন্ত হারেনি মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে এনে দিয়েছেন তাদের প্রথম শিরোপা। লিগ কাপের শিরোপা জয়ের পাশাপাশি মিয়ামিকে ইউএস ওপেন কাপের ফাইনালেও তুলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।