চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

উখিয়ায় এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

KSRM

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আইয়ুব (৩৫) নামের এক সাব মাঝিকে (কমিউনিটি নেতা) কুপিয়ে হত্যা করেছে একদল দুষ্কৃতকারী। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া ১৮নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ১৮ নম্বর ক্যাম্পের সাব মাঝি (সহকারী কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বে ছিলেন। হত্যার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি।

Bkash July

তিনি জানান, নিহত আয়ুব মাঝি মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার বিরোধী ছিল। আজ বিকেলে কমিউনিটি অফিস থেকে নিজের ঘরে ফেরার পথে ১৫ থেকে ২০ জনের একটি দুষ্কৃতকারী দল তাকে কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। আরসার সন্ত্রাসীরা এই কমিউনিটি নেতাকে খুন করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Reneta June

এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি। এই মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View