বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ খেলার সেঞ্চুরি পূর্ণ করলেন মাশরাফী বিন মোর্ত্তজা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজের ১০০তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক টস করতে নামেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুভাগত হোমের সঙ্গে।
আগের ৯৯ ম্যাচে ৯৪টিতেই দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী। জিতেছেন সর্বোচ্চ চারটি বিপিএল শিরোপা। দলকে জিতিয়েছেন ৬০ ম্যাচ। জয়ের হার ৬৩ শতাংশ।
বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফী বিপিএলে উইকেটের সেঞ্চুরির অপেক্ষায়। এ পেসার ৯৯ ম্যাচে নিয়েছেন ৯৬ উইকেট।
বিপিএলের নবম আসরে মুশফিকুর রহিম সবার আগে একশ ম্যাচ খেলার মাইফলকে নাম লেখান। পরে সেই তালিকায় যোগ হন এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস। সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন ফরচুন বরিশালের মাহমুদউল্লাহ রিয়াদ (৯৯ ম্যাচ)।

বিপিএলের এবারের আসরেও দারুণ খেলছে মাশরাফীর সিলেট। টানা পাঁচ জয়েই তাদের প্লে-অফ অনেকটাই নিশ্চিত। যদিও শেষের দুটি ম্যাচ হেরেছে তারা।