
শেখ সেলিম: ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। র্যাব জানায়, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার কাজিরবেড় গ্রামে মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী ফজলু হোসেন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়িতে এসে বিষয়টি জানায়।
এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর মা বাদি হয়ে ফজলুকে আসামি করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে পলাতক ছিল অভিযুক্ত ফজলু ।
রোববার (২৬ মার্চ) সকালে মহেশপুর উপজেলার কাজিরবেড় এলাকা থেকে ফজলু হোসেন নামের ওই আসামিকে গেপ্তার করা হয়।
মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহ র্যাব-৬। এর পরিপ্রেক্ষিতে কাজীরবেড় এলাকা থেকে তাকে গেপ্তার করা হয়। রোববার বিকেলে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হবে।