চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চলচ্চিত্রে অবদান: আজীবন সম্মাননা নিলেন ডলি জহুর

KSRM

বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী ডলি জহুর। বৃহস্পতিবার বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদানকালে গুণী এই অভিনেত্রীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডলি জহুরের সাথে যুগ্মভাবে এ বছর এই পুরস্কার দেয়া হয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করায় তার পক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নায়কের ভাগ্নি জান্নাতে নূর।

Bkash July

২০২১ সালের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সিনেমা লাল মোরগের ঝুঁটি ও নোনাজলের কাব্য, সেরা পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত, সেরা অভিনেতা যৌথভাবে সিয়াম আহমেদ ও মীর সাব্বির মাহমুদ, সেরা অভিনেত্রী যৌথভাবে আজমেরী হক বাঁধন এবং তাসনুভা তামান্না ছাড়াও তৌকীর আহমেদ, ফজলুর রহমান বাবু, শম্পা রেজা, জয়রাজ, মিলন ভট্ট, সুজেয় শ্যাম, প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার, নির্মাতা নূরুল আলম আতিকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

পুরস্কার প্রদান শেষে শিল্পীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন আজীবন সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পী ডলি জহুর। এসময় তিনি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View