চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগ নেতা খুনে ৪ আসামী রিমান্ডে

লক্ষ্মীপুরে জেলা যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ আসামীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়াও আদালত প্রত্যেক আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার দুপুরে জেলা চীফ জুডিশিয়াল আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা এ আদেশ দেন।

গ্রেপ্তার আসামিরা হচ্ছেন মোঃ সবুজ, আজিজুর ইসলাম বাবলু, ইসমাইল হোসেন ও রুবেল দেওয়ান।

গত মঙ্গলবার (২৫ এপ্রিল) লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম দুর্বৃত্তদের হাতে হত্যাকাণ্ডের শিকার হন।

এই খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদিকে প্রধান আসামী করে ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১টার দিকে নিহত নোমানের বড় ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলায় এখন পর্যন্ত চারজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামীদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামীর ৭দিন করে  রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে শুনানী শেষে আদালত প্রত্যেক আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধনসহ নানান কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ, যুবলীগ এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

প্রধান আসামী পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম জিহাদীসহ অন্য আসামীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।