চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুড়িগ্রামের চরাঞ্চলে নারী শ্রমিকের সংখ্যা বেড়েছে, বেড়েছে মজুরি বৈষম্য

কুড়িগ্রামের চরাঞ্চলে ফসল চাষে নারী শ্রমিকের সংখ্যা বাড়লেও, বাড়েনি তাদের মজুরি। প্রতিনিয়ত মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারী শ্রমিকরা।

চরাঞ্চলে প্রত্যক্ষভাবে কৃষিকাজের সাথে জড়িত ৫৩ শতাংশ নারী। আর পরোক্ষভাবে তা ৮০ শতাংশেরও বেশি।

চরাঞ্চলের কৃষি জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অধিকাংশ নারী শ্রমিক। তবে শুরু থেকেই তারা মজুরি বৈষম্যের শিকার। পুরুষ শ্রমিকরা জমিতে যে কাজ করে সাড়ে তিনশ’ থেকে চারশ’ টাকা পায়, সেই একই জমিতে একই কাজ করে একজন নারীর মজুরি দুশ’ থেকে দুশ’ ২০ টাকা মাত্র।

শ্রমের মূল্য কম হলেও জীবন-জীবিকার তাগিদে কাজ করতে বাধ্য হচ্ছেন চরাঞ্চলের এসব নারী। পুরুষ শ্রমিকের সাথে সমানতালে কাজ করেও কম মজুরি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রসহ ১৬টি নদ-নদীবেষ্টিত ৪ শতাধিক চর রয়েছে কুড়িগ্রামে। এসব চরে আবাদি জমির পরিমাণ ৩৫ হাজার হেক্টর। চরাঞ্চলের জমিতে চাষ হচ্ছে বাদাম, ভুট্টা, পেঁয়াজ, আলু, মরিচ, পাট, ধানসহ বিভিন্ন ফসল।