চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এফএ কাপের ফাইনালে দেখা মিলবে কোহলি-আনুশকার

KSRM

রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গড়াবে এফএ কাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে লড়বে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনালের মহারণে দেখা মিলবে ক্রিকেটাঙ্গনের কিংবদন্তি বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মার। ম্যানচেস্টার ডার্বি দেখতে মাঠে থাকছেন এই জুটি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে বর্তমানে ইংল্যান্ডে আছে ভারতীয় ক্রিকেট দল। দলের সঙ্গে আছেন কোহলি ও তার স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাও। আগামী ৭ জুন ওভালে গড়াবে ফাইনাল ম্যাচটি। তার আগে হতে যাওয়া ইংল্যান্ডের ফুটবলের মহারণে যোগ দেবেন তারকা জুটি।

Bkash July

ম্যানচেস্টার সিটির কিট স্পন্সর ‘পিউমা’র অতিথি হিসেবে কোহলি ও আনুশকাকে ম্যানচেস্টার ডার্বিতে আমন্ত্রণ জানানো হয়েছে। ‘পিউমা’র অতিথি হলেও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ভক্ত কোহলি। সেক্ষেত্রে আকর্ষণীয় হতে যাচ্ছে, মাঠে ম্যানচেস্টার শহরের দুই ক্লাবের কোন দলের হয়ে মাঠে উল্লাস করবেন ভারতীয় কিংবদন্তি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View