চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলেছেন কেন্ডল জেনার?

KSRM

প্রশংসায় হোক কিংবা সমালোচনায়, সবসময়েই স্পট লাইটে থাকেন কার্দাশিয়ানরা। কেন্ডল জেনারকে নিয়ে সম্প্রতি নতুন গুঞ্জন উঠেছে যে প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলেছেন তিনি। সাম্প্রতিক এক ছবি থেকেই এই গুঞ্জনের শুরু।

২৭ বছর বয়সী মডেলকে নিয়ে এর আগেও একই অভিযোগ তুলেছেন ভক্তরা। তবে সেই সময়ে অস্বীকার করেছিলেন তিনি। সম্প্রতি এক রেডইট ব্যবহারকারী নতুন করে এই গুঞ্জন উসকে দিয়েছেন। তিনি মডেলের ২০২০ সালের একটি ছবি এবং সাম্প্রতিক একটি ছবি পাশাপাশি শেয়ার করেছেন। প্রথম ছবিটি লন্ডনের একটি ফটো এক্সিভিশনের। দ্বিতীয়টি সাম্প্রতিক সময়ের। চলতি মাসের সুরুতে অস্কারের ভ্যানিটি ফেয়ার পার্টিতে।

Bkash July

দুটি ছবিতে সম্পূর্ণ ভিন্ন দুই রকম মেকআপ করেছেন কেন্ডল। তবে কিছু ভক্ত মনে করছেন তার চেহারার এই পরিবর্তন হয়েছে প্লাস্টিক সার্জারির কারণে।

এক নেটিজেন লিখেছেন, ‘আইব্রো লিফটিং এবং চোখের নিচের চামড়া তান করেছেন…তাকে অন্যরকম দেখাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘তিনি এর আগেও শরীর এবং চেহারায় পরিবর্তন এনেছেন।’ আরেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘মহামারীর সময় অনেক তারকাই প্লাস্টিক সার্জারি করেছেন।’

Reneta June

প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে ভক্তদের তর্ক-বিতর্ক চললেও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি কেন্ডল জেনার।
সূত্র: মিরর 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View