চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রমজান সারা বছরের একটি কর্মশালা: বায়তুল মোকাররম খতিব

KSRM

রমজান সারা বছরের জন্য একটি কর্মশালার মতো।  আল্লাহর নবী সাল্লালাহু ওলাইহি ওয়া সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে যখন তুমি  আল্লাহর জন্য, আল্লাহর রহমতের জন্য, আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখবে, সিয়াম পালন করবে; তখন তোমার প্রিয় দুই বস্তু থেকে আল্লাহর ভয়ে, আল্লাহর খুশির জন্য দূরে থাকছো।  এটা এক ধরণের অভ্যাস হচ্ছে তোমার মধ্যে। এটা একধরণের সংযমের অভ্যাস। এ অভ্যাসে অভ্যস্ত হয়ে তুমি যেন সারা বছর সেই পথে চলতে পারো, সে নিয়ম এবং সংযম মেনে চলতে পারো, সেটার একটি অনেক বড় দীক্ষা এবং শিক্ষা এই রমজানুল মোবারকে পাওয়া যায়।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View