চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ডিক্যাপ্রিও-স্করসিসের ছবি থেকে বের হয়ে গেলেন কিয়ানু রিভস

মার্টিন স্করসিস ও লিওনার্দো ডিক্যাপ্রিও-এর প্রজেক্ট ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’ সিরিজ থেকে বের হয়ে গেলেন কিয়ানু রিভস।

বেশ কয়েকমাস ধরে আলাপ-আলোচনা করার পর ২০১৯ সালে এই সিরিজে অভিনয়ের জন্য রাজি হয়েছিলেন কিয়ানু রিভস। তবে শেষ পর্যন্ত থাকলেন না।

Bkash July

জানা গেছে, কিয়ানু রিভস ছেড়ে দেয়ার পর হুলুর এই সিরিজের জন্য ইতোমধ্যেই নতুন তারকা খোঁজা শুরু হয়ে গেছে।

এরিক লারসনের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি করা হবে ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’ সিরিজটি। সিরিজের গল্প এক আর্কিটেক্টকে নিয়ে।

Reneta June

প্রায় এক দশক ধরে এই সিরিজের কাজ চলছে। এই সিরিজে এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে আছেন ডিক্যাপ্রিও, জেনিফার ডেভিসন এবং মার্টিন স্করসিস।

সূত্র: ভ্যারাইটি 

Labaid
BSH
Bellow Post-Green View