২০১৯ সালে মুক্তি পেয়েছিল তামিল অ্যাকশন থ্রিলার ঘরানার ব্লকবাস্টার হিট ছবি ‘কাইথি’। লোকেশ কানাগারাজ পরিচালিত সেই ছবিটির মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কার্থি। এবার শোনা যাচ্ছে, কার্থির হাত ধরেই শিগগিরি আসতে চলেছে ‘কাইথি’র সিকুয়েল।
সম্প্রতি এক সাক্ষাতকারে কার্থির কাছে ‘কাইথি’র সিকুয়েল প্রসঙ্গে জানাতে চাওয়া হলে দক্ষিণী এই তারকা জানান, লোকেশ কানাগারাজের সাথে তার এই প্রসঙ্গে কথা হয়েছে।
তিনি বলেন, আমরা আগামী বছরের জন্য পরিকল্পনা করছি। কেননা, লোকেশ কানাগারাজের হাতে এখন বিজয়ের সঙ্গে একটি প্রজেক্ট রয়েছে। সেটি শেষ হলেই আমরা ‘কাইথি’র সিকুয়েল নিয়ে পরিকল্পনা করবো।
এদিকে কমল হাসান, বিজয় সেতুপতি অভিনীত তামিল ব্লকবাস্টার সিনেমা ‘বিক্রম’ এর সাফল্যের পর থেকে তামিল সিনেমার প্রতি দর্শকদের প্রত্যাশা বেড়ে গেছে। ফলে ‘কাইথি’ সিকুয়েল নিয়েও দর্শকদের মাঝে আলাদা উত্তেজনা কাজ করছে।

‘কাইথি’র প্রথম পর্বে দেখা গিয়েছিল কাইথি একজন দাগি আসামি। সে তার মেয়ের সঙ্গে প্রথমবার দেখা করার পরিকল্পনা করে, কিন্তু গ্রেপ্তার হয়ে যায়। সেই ঘটনাকে ঘিরে আগাতে থাকে ছবির কাহিনি।