চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘বুড়ি’ বলায় জবাব দিলেন ক্ষুদ্ধ কারিনা

KSRM

সম্প্রতি বলিউড নির্মাতা করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে বসেছিল এক ঝাঁক তারার মেলা। যেখানে উপস্থিত হয়েছিলেন বলিউডের অধিকাংশ নামী দামি তারকারা। সেই তালিকায় নাম ছিল কারিনা কাপুর খান, মালাইকা আরোরা এবং অমৃতা আরোরাদেরও।

করণের জন্মদিনের পার্টিতে এই তিনজনের পোশাকই ছিল নজর কাড়ার মতো। কারিনা হাজির হয়েছিলেন হালকা মেকআপে। তবে মালাইকা এবং অমৃতা দুই বোনের সাজ নিয়ে তৈরী হয়েছে নানা সমালোচনা। তিন প্রিয় বন্ধুর ছবি দেখে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়।

Bkash July

নেটিজেনদের কেউ বলছেন অনেক তো হল, আর কতদিন। আবার কেউ সোজাসুজি বলেছেন, ‘বুড়ি’! ঘটনাটি নজর এড়ায়নি এই তারকাদেরও। যার প্রমাণ মিলেছে এই তারকাদের জবাবে।

কারিনা লিখেছেন, ‘অনেকক্ষণ ধরে দেখছি একজন বুড়ি বলছে। আপনি কি মনে করেন, ‘বুড়ি’ শব্দটা আমাদের খারাপ লাগছে? আমার কাছে এটা শুধু একটা শব্দ। এর মানে যদি বয়স বেড়ে যাওয়া হয়, তবে হ্যাঁ! আমাদের বয়স বাড়ছে, পরিধি আরো বাড়ছে। কিন্তু আপনি কে? না কেউ চেনে, না কেউ জানে, কেউ খোঁজ রাখেন আপনাদের?’

Reneta June

তবে কারিনার এই মন্তব্যে দর্শকদের একদল বেশ চটেছেন। তাদের বক্তব্য, সাধারণ মানুষ না থাকলে স্টার হওয়া যায় না।

একই সাথে ট্রোলের জবাবে মুখ খুলেছেন অমৃতাও। তার ওজন বেড়ে যাচ্ছে, বডি শেমিংয়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অনেকে। এ নিয়ে অভিনেত্রীও লেখেন, ‘আমার ওজন আমি বুঝব! তোমরা কবে থেকে এত চিন্তিত?’ সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন