চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আলিয়ার মা হওয়ার খবরে কেঁদেছেন করণ

করণের হাত ধরেই সিনেমায় নামেন আলিয়া ভাট। আলিয়ার সঙ্গে করণ জোহরের সম্পর্ক বাবা-মেয়ের। সম্প্রতি আলিয়া মা হওয়ার খবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আলিয়ার মা হওয়ার খবর জানতে পেরে আনন্দে কেঁদে ফেলেছেন করণ।

ইটাইমসে দেয়া সাক্ষাৎকারে করণ জোহর বলেন, “খবর শুনে আমি কেঁদে ফেলি। আলিয়া আমার অফিসে এসেছিল। এসে আমাকে এই কথা বলেছে। আমার চোখে আনন্দে পানি এসে পড়েছিল। আলিয়া আমাকে জড়িয়ে ধরে। আমি বলেছিলাম, ‘তোমার সন্তান আসছে এটা আমার বিশ্বাসই হচ্ছে না’।”

Bkash July

করণ আরও বলেন, ‘আলিয়াকে ছোট একটি মেয়ে থেকে সফল অভিনেত্রী হতে দেখেছি। এ যেন নিজের সন্তানের সন্তান হচ্ছে, এমন একটি ব্যাপার। আলিয়াকে নিয়ে আমার গর্ব হয়। প্রথম বাবা হওয়ার স্বাদ আলিয়াকে পেয়েই বুঝেছি।’

নির্মাতা জানান, আলিয়ার সন্তানের জন্য তর সইছে না তার। নিজের সন্তানদের প্রথমবার কোলে নিয়ে যেই আনন্দ হয়েছিল, আলিয়ার সন্তানদের পেলেও তেমনই লাগবে তার।

Reneta June

সূত্র: বলিউড লাইফ https://www.bollywoodlife.com/news-gossip/

Labaid
BSH
Bellow Post-Green View