চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রেসক্লাব নিবার্চনে নিষেধাজ্ঞার প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি

জাহিদ হাসান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নিবার্চনে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ বুধবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে কর্মরত সাংবাদিকরা। 

শহরের মুক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচী পালন করা হয়।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ জানান, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ ২২ মার্চ জেলা প্রেসক্লাবের নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে সংবাদ-সাংবাদিকতার বিতর্কিত কর্মকাণ্ডের সাথ জড়িত একজন সংবাদকর্মী। আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন স্থগিত করে দেয়।

এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচীর ঘোষণা দেয় জেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

 

 

Labaid
BSH
Bellow Post-Green View