বিএফডিসি থেকে চলচ্চিত্র প্রিভিউ কমিটির সদস্য হওয়ার সুবাধে আসন্ন ঈদের ছবি ‘বরবাদ’ দেখার সুযোগ পেয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু।
মঙ্গলবার সুপারস্টার শাকিব খান অভিনীত ঈদের ছবি হিসেবে আলোচনার তুঙ্গে থাকা ‘বরবাদ’ দেখে তিনি মুক্তির আগে বেশি কিছু মন্তব্য করতে চাননি। তবে ঝন্টু শুধু এটুকু বলেছেন, ‘বরবাদ’ অ্যাকশন ছবি, ঈদে দর্শক এটাই দেখবে। তাছাড়া এখন অ্যাকশন বা এই ধরনের ছবি মানুষ বেশি দেখছে।
নির্মাতা ঝন্টু বলেন, ‘বরবাদ’ বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি। মারপিট, অ্যাকশন যথেষ্ট রয়েছে। দেখে বুঝেছি শাকিব এ ছবির জন্য কষ্ট করেছে। শাকিব এখন আগের চেয়ে পরিণত, দেখতে আরও সুন্দর হয়েছে। সে আগে থেকেই ভালো অভিনয় জানে এটা বলার কোনো অপেক্ষা রাখে না।
প্রিভিউ কমিটির দায়িত্বে থাকা মুক্তির আগে ‘বরবাদ’ সিনেমা নিয়ে এর বেশি কিছু বলার সুযোগ নেই বলে জানালেন দেলোয়ার জাহান ঝন্টু।
এদিকে, ঈদ এলেই ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। এক শাকিব খানের দাপটে কোণঠাসা হয়ে পড়ে অন্য ছবিগুলো। বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনে একচেটিয়া শাকিব ঝড়ে টিকতে পারে না কোনো ছবি!
ঝন্টু বলেন, শাকিবই একমাত্র হিরো, যার ছবির চাহিদা আছে এবং হলমালিকদের ওর ছবির প্রতি আগ্রহ বেশি। কারণ লাভ হয় ওকে দিয়ে। আমি ২৬টি সিনেমা প্রযোজনা করেছি। আমি জানি তো বিষয়গুলো। আমি বলবো ঈদ এলে পাগলামি করে অনেক ছবি রিলিজ হয়। এটা ঠিক না।
‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। শাহরিন আক্তার সুমির প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু।
কিছুদিন আগের ‘বরবাদ’টিজার ও গান প্রকাশিত হয়েছে, যা দেখে প্রশংসা করেছেন সাধারণ দর্শক। সবমিলিয়ে বলা যায়, প্রতিবারের মত ঈদেও বরবাদ দিয়ে বাজিমাৎ করতে যাচ্ছেন শাকিব খান।








