চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জাবির ভর্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ জুন থেকে এ পরীক্ষা শুরু হবে, চলবে ২২ জুন পর্যন্ত। তবে চারুকলা বিভাগের (সি১ ইউনিট) প্র্যাক্টিকাল পরীক্ষা ২৫ ও ২৬ জুন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান চ্যানেল আইকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Bkash July

আবু হাসান বলেন, ‘পূর্ব ঘোষিত ১৬ ও ১৭ জুন তারিখ সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৮ তারিখ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। অন্যান্য বছরের মতো এবছরও পূর্ণাঙ্গ সিলেবাসে শিফট পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। তবে রেজিষ্ট্রেশন কার্যক্রম এখনো চলমান থাকায় ইউনিট ভিত্তিক শিফট সিডিউল পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।’

এর আগে, গত ১৬ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞতিতে ১৬ জুন থেকে ২৪ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা নেয়ার কথা বলা হয়।

Labaid
BSH
Bellow Post-Green View