চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নেপালকে সহজে হারিয়ে বাংলাদেশের তিনে তিন

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে হিমালয়ের দেশটিকে ৪০-২৪ পয়েন্টে হারায় লাল-সবুজের দল।

শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দুর্দান্ত খেলে ম্যাচসেরার পুরস্কার হাতে তুলেছেন বাংলাদেশের রাসেল হাসান। খেলায় ৬ এবং ১৮ মিনিটে লোনা অর্জন করে স্বাগতিকরা।

প্রথমার্ধের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। স্পষ্ট ব্যবধানে এগিয়ে যায় দ্রুতই। ২১-৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে লাভ হয়নি নেপালের। আরও প্রাধান্য বিস্তার শুরু করে তুহিনের দল। নেপালকে ম্যাচে ফিরতে না দিয়ে টানা তিন ম্যাচে জয় তুলল বাংলাদেশ।

আসরে প্রথম ম্যাচে পোল্যান্ড ও দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে হারায় টুর্নামেন্টের টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৫৯-২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে থাইল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে ৬৫-৩৩ পয়েন্টে হারিয়েছে কেনিয়া।