চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনিয়ম হলে যে কোনো জায়গা থেকেই ভোট বন্ধ করা যায়: সিইসি

গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন বন্ধ করা কোনো হঠকারী সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  কাজী হাবিবুল আউয়াল। ভোটে অনিয়ম হলে শুধু সিসি ক্যামেরা দেখেই নয়, যে কোনো জায়গা থেকেই ভোট বন্ধ করা যায় বলে জানিয়েছেন সিইসি।

অনিয়ম তদন্তে গঠন করা কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

ইসিতে বসে সিসি ক্যামেরায় নানা অনিয়ম দেখে কোনো সংসদীয় আসনের ভোট বন্ধ করে দেওয়া নজিরবিহীন ঘটনা। গাইবান্ধা ৫ আসনের ভোটে এমন দৃষ্টান্ত তৈরি হওয়ার পর সব মহলেই চলছে আলোচনা-সমালোচনা। এ অবস্থায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিসি ক্যামেরা দেখে ভোট বন্ধ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, অনিয়ম হলে কমিশন যে কোনো জায়গা থেকেই ভোট বন্ধ করতে পারে।

সিইসি আরও জানান, ভোটে অনিয়মের কারণে এখনো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কমিটি গঠন করা হয়েছে; প্রতিবেদন দেখেই ব্যবস্থা নেওয়া হবে।